**পরিক্ষার ফি, বার্ষিক অনুষ্ঠান ফি এবং ডিসেম্বর পর্যন্ত সকল পাওনা পরিশোধ সংক্রান্ত নোটিশ** **পরিক্ষার ফি, বার্ষিক অনুষ্ঠান ফি এবং ডিসেম্বর পর্যন্ত সকল পাওনা পরিশোধ সংক্রান্ত নোটিশ** **প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,** আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, চলতি শিক্ষা বর্ষের সমাপনী পরীক্ষা ও বার্ষিক অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এ উপলক্ষে নিম্নলিখিত বিষয়ে আপনাদের অবগত করা যাচ্ছে— 1️⃣ **৩য় শ্রেণীর শিক্ষার্থীদের** **২৭ নভেম্বরের মধ্যে** এবং **প্লে থেকে ২য় ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের** **৪ ডিসেম্বরের মধ্যে** **সমস্ত বকেয়া, পরীক্ষার ফি ও অনুষ্ঠান ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক।** 2️⃣ **৫ম শ্রেণির পরীক্ষার ফি:** ৩৫০ টাকা। 3️⃣ **১ম শ্রেণীর সবক গ্রহণকারী শিক্ষার্থীদের অনুষ্ঠান ফি:** ১০০০–৫০০০ টাকা (যথানুসারে)। 4️⃣ **অন্যান্য সকল শিক্ষার্থীদের অনুষ্ঠান ফি:** ২০০ টাকা। **অনুষ্ঠান ফি পরিশোধ করা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।** --- **গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য:** এ বছর একাডেমির সকল হিসাব **ডিজিটাল পদ্ধতিতে** ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে **কোনো প্রকার বকেয়া থাকলে প্রবেশপত্র স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না।** অতএব, নির্ধারিত সময়ের মধ্যেই সকল পাওনা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পরে পরিশোধ করলে **পরীক্ষার আগে নিজ দায়িত্বে কম্পিউটারের দোকান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।** --- **অনুরোধক্রমে,** **মো: শফিকুল ইসলাম** পরিচালক **আল হুদা একাডেমি** |